সিলেটে পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুইজন আটক
- আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্দ নগদ ১,১৫,০০০/- টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার সহ ২ জন চিহ্নত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
এসএমপি মিডিয়া সেল সূূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে উপ-পুলিশ কমিশনার (উত্তর)’র নির্দেশে কোতোয়ালী মডেল থানা অফিসার ইনর্চাজের তদারকিতে গত ২৮ মার্চ রাত অনুমান ১.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই (নিঃ) কাজী রিপন সরকার, টিএসআই আব্দুল মান্নান, এএসআই (নিঃ) মঞ্জুর আহমদ, এএসআই (নিঃ) আলা উদ্দিন, এএসআই মোঃ আশরাফুল আলম ও অন্যান্য অফিসার ও ফোর্সগণ মহাজনপট্টিস্থ হিরামন মার্কেটের পূর্ব পার্শ্বে সিরাজ মিয়ার কলোনীর ৬নং কক্ষে অভিযান চালিয়ে মোঃ কাউসার আহমদ (৩২) ও নিজাম উদ্দিন (৪২) নামে দুইজনকে গ্রেফতার করে। স্হানীয়দের উপস্থিতিতে সম্মুখে আসামীদের হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্দ নগদ ১,১৫,০০০/- টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে মর্মে জানা যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।