সিলেটে পুলিশের অভিযানে ৩টি ছোরা সহ ৬ ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সিলেটে বন্দরবাজারের লালবাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ৩টি ছোরাসহ ৬ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
গতকাল ৪ঠা মার্চ সোমবার কোতোয়ালি মডেল থানার অধীন নগরীর বন্দরবাজারের লালবাজার থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩টি দেশীয় অস্ত্র ছোরা সহ ছয়জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার করে কতোয়ালী মডেল থানার একটি টিম।
এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বর্তমানে থানা হাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: বরইকান্দির (বর্তমান কাজিটুলা দিঘীরপাড়) কটি মিয়ার ছেলে সুমন মিয়া (২৪), ছড়ারপারের মিন্টু মিয়ার ছেলে হৃদয় (১৯), মোগলা বাজারের আতিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২০), দিরাই ভাটিপাড়ার (বর্তমান আম্বরখানা সাঈদ মিয়ার কলোনি) হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল হক (২০), জৈন্তা পানিছড়ার মোনাক মিয়ার ছেলে নাঈম (১৮) ও বরইকান্দির (বর্তমান কাজিটুলা) কুটি মিয়ার আরেক ছেলে পারভেজ আহমেদ (২৩)।