সিলেটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক
- আপডেট সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক নির্দেশনায় ও শাহপরাণ (রহঃ) থানা অফিসার ইনর্চাজ এর তদারকিতে গতকাল ২২ এপ্রিল দিবাগত রাত পোনে ৯ টার সময় শাহপরাণ (রহঃ) থানার এসআই মোঃ ইবাদুল্লাহ, এএসআই (নিঃ) আল ইমরান বিন রাজ্জাক ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার খাদিমপাড়া বিআইডিসি এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। তার দেহ তল্লাশী করে তিরাশি পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহার নাম আব্দুল বাছিত (৬১), পিতা- মৃত নুরুল হক, মাতা-মৃত লাল বানু, স্থায়ী সাং- লন্দিরমাঠি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমানে সাং- মোল্লাপাড়া, বেতের বাজার নানু মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বলে জানায়।
এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-২৪/১০৪, তারিখ-২২/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।