সিলেটে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ১ জন আটক
- আপডেট সময় : ১১:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশের বিশেষ শাখা ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।
সংস্থার মিডিয়া সেল সূত্রে জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ এপ্রিল সন্ধ্যা পোনে ৬টার সময় শাহপরান (রহঃ) থানাধীন পীরের বাজারস্হ সানরাইজ প্লাজার সামনে থেকে ১টি চোরাই মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ০১ (এক) টি সাদা কালো রংয়ের ইয়ামাহা ভি ৩.০ মোটরসাইকেল।
মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এএসআই পাবেল জানান, গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সোহেল মিয়া (২৪)। তার পিতার নাম মোঃ কলমদর আলী। সে চুয়াবহর হাতুরা, ০৬ নং ওয়ার্ড, থানা- শাহপরান (রহঃ) এর বাসিন্দা।
তিনি জানান, পুলিশ পরিদর্শক (নিঃ)/জনাব মোঃ শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে শাহপরান (রঃ) থানায় এজাহার দায়ের করেন।