সিলেটে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জন জুয়ারি গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার সিলেটে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রীসহ ২২ জন জুয়ারি গ্রেফতার করা হয়।
এসএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গতকাল ২১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২.৪০ মিনিটে ডিবির টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুরমার চাদনীঘাটের হোটেল মারজান আবাসিকের সামনে অভিযান পরিচালানা করে রুপন তালুকদার (৩৪) সহ ১২ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো: মাহবুব আলম বাপন (৩০), মোঃ হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া (৩৩), মোঃ মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), মোঃ শাকিল (২৬), মোঃ মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫), মোঃ সানি (২০)।
গ্রেফতারকৃতদের দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর নং-২২/২০২৪, তাং-২১/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপদ করা হইয়াছে।
অপর এক অভিযানে ডিবির একই টিমের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারী গ্রেফতার করা হয়।
গতকাল অনুমানিক ৩:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্তরস্থ চাঁন মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (২৪) সহ ১০ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়। অন্যান্যরা হলেন, মোঃ ইয়ারুফ আলী (২৮), সুজিত দাশ (৪০), শাহীন মিয়া(২৮), মোঃ রাসেল আহমেদ (২১), শামীম আহমদ (২৮), মোঃ আবু সাইদ (১৯), মোঃ তাজুল ইসলাম (২৯), সুমন আহমেদ (৩০), , কুতুব উদ্দিন (৩০)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর নং-২৩/২০২৪, তাং-২১/০২/২০২৪ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপদ করা হইয়াছে।