সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৮৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
সিলেটে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে তিরাশি পিস ইয়াবা সহ মো: মঈন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ এপ্রিল রাত অনুমান ১০ টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদীঘিরপাড় এলাকায় অবস্থিত ওয়াকওয়ের টিকেট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তিরাশি পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মো. মঈন উদ্দিন খান (২৮)। তার পিতা- মৃত লিয়াকত আলী। সে ৫১/এ, নূরানী, সুবিদ বাজারের বাসিন্দা হলেও বর্তমানে সে বাসা নং-১২৯/দিশারী, হাওয়াপাড়ার স্হানীয় রুমেল এর ভাড়া বাসায় থাকে।
মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বার্তায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি কোতোয়ালীয় মডেল থানায়, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) রুজু করা হয়েছে।