সিলেটে ডিবি’র জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়ারি আটক
- আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সিলেটে ডিবি পুলিশ জুয়া বিরোধী বিশেষ অভিযানে দক্ষিন সুরমা থানাধীন ক্বীন ব্রীজের পশ্বিম পার্শ্বে সুইপার কলোনীর তাহেরের পরিত্যাক্ত ঘরের সামনে কথিত মানিকের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে মানিক মিয়া (৪০)সহ ৬ জন জোয়ারিকে আটক করে।
ঘটনায় প্রকাশ, মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গতকাল ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুরমা ক্বীন ব্রীজের পশ্বিম পার্শ্বে সুইপার কলোনীর তাহেরের পরিত্যাক্ত ঘরের সামনে কথিত মানিকের জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে মানিক মিয়া (৪০) সহ ছয় জনকে গ্রেফতার করে। অন্যান্যরা হলো: ফুল মিয়া (৩৫), শাহীনূর (৪৫), মোঃ শাহীন (২৩), স্বপন চন্দ্র তালুকদার (৩৫), মোঃ রুবেল (২৮)।
দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর নং-২৪/২০২৪, তাং-২২/০২/২০২৪ খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপদ করা হইয়াছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এডিসি (মিডিয়া) মো: সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।