সিলেটে ডিবি’র অভিযানে ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ চোরাকারবারী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
সিলেটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র সার্বিক নির্দেশনায় গতকাল ২৩ মে অনুমান সকাল ৭ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজের পাশে আল-মদিনা ইসলামিক ইনস্টিটিউট বড়শালা, মাদ্রাসার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সাহেববাজার ধাপানাটিলার মো. বশির মিয়ার ছেলে মো. রহিম মিয়া (২৪) কে গ্রেফতার করে।
সূত্র জানায়, গ্রেফতারকালে আসামীর হেফাজত হতে একশত তিপ্পান্ন বস্তা ভারতীয় তৈরি চিনি (যার মূল্য অনুমান আট লক্ষ নিরানব্বই হাজার ছয়শত চল্লিশ টাকা) ও পরিবহন কাজে ব্যবহৃত ১ (একটি) ট্রাক জব্দ করা হয়।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়ায় জানান, আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে মামলা নং-২৪, তারিখ-২৩/০৫/২০২৪ খ্রি. ধারা- The Specal Power Act, 1974 এর 25B(1)(b)/25D আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।