ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার বিয়ানীবাজার থানার এসআই আসাদুর রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর অভিযোগ মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়; সড়ক অবরোধ, বখাটে দু’জন আটক সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদকের বাবার মৃত্যু, শোক প্রকাশ নেতাকর্মীদের সিলেট জেলা ও মহানগর যুবদলের সতকর্তা সিলেট বোর্ডে পাসের হার ৮৫.৩৯, জিপিএ-৫ পেয়েছেন ৬৬৯৮ জন সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বক্স গ্রেপ্তার জামাতে ইসলামীর রাজনীতি: গাজী আব্দুল কাদির মুকুল সরকারি চাকরিতে পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ

সিলেটে ডিবির অভিযানে কার্ভাড ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক; ১ জন গ্রেফতার

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

সিলেটে ডিবি পুলিশের অভিযানে দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত ষাট টাকার ভারতীয় পণ্য, একটি কার্ভাড ভ্যান সহ ১ জন চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র নির্দেশনায় গতকাল ১৭ এপ্রিল দিবাগ রাত সাড়ে ৩ টায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা-এয়ারপোর্ট রোডস্থ লাক্কাতুরা বাজারের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এর সামনে আম্বরখানা অভিমুখে আসা একটি কার্ভাড ভ্যানে অভিযান চালিয়ে ইমরান আহমেদ নয়ন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করে। তার পিতার নাম শাহজান মিয়া, তার গ্রামের বাড়ি সুকদেবপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জে, বর্তমানে সে এভারগ্রীন-৩৮, কুমারপাড়া, লস্কর বশির উদ্দিন এর বাসায় ভাড়া থাকে।

সূূত্রে আরও জানা যায় গ্রেফতারকালে আসামীর হেফাজত হতে (ক) ২৮৮ প্যাকেট QUAKER ESTD-1877 OATS (খ) ৯৬০ প্যাকেট PINKOO Oval Papad (গ) ৪৩২ প্যাকেট Black Bourbon PURE DARK INDULGENCE BISCUITS জব্দ করা হয়। যার মূল্য অনুমান ২,৯৩,৭৬০/- (দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত ষাট) টাকা। উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানও পুলিশ জব্দ করে।

মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৭/০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু এবং উক্ত আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবির অভিযানে কার্ভাড ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক; ১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সিলেটে ডিবি পুলিশের অভিযানে দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত ষাট টাকার ভারতীয় পণ্য, একটি কার্ভাড ভ্যান সহ ১ জন চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র নির্দেশনায় গতকাল ১৭ এপ্রিল দিবাগ রাত সাড়ে ৩ টায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা-এয়ারপোর্ট রোডস্থ লাক্কাতুরা বাজারের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এর সামনে আম্বরখানা অভিমুখে আসা একটি কার্ভাড ভ্যানে অভিযান চালিয়ে ইমরান আহমেদ নয়ন (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করে। তার পিতার নাম শাহজান মিয়া, তার গ্রামের বাড়ি সুকদেবপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জে, বর্তমানে সে এভারগ্রীন-৩৮, কুমারপাড়া, লস্কর বশির উদ্দিন এর বাসায় ভাড়া থাকে।

সূূত্রে আরও জানা যায় গ্রেফতারকালে আসামীর হেফাজত হতে (ক) ২৮৮ প্যাকেট QUAKER ESTD-1877 OATS (খ) ৯৬০ প্যাকেট PINKOO Oval Papad (গ) ৪৩২ প্যাকেট Black Bourbon PURE DARK INDULGENCE BISCUITS জব্দ করা হয়। যার মূল্য অনুমান ২,৯৩,৭৬০/- (দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত ষাট) টাকা। উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানও পুলিশ জব্দ করে।

মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৭/০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু এবং উক্ত আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।