সিলেটে ডিবি’র অভিযানে অসামাজিক কাজের অভিযোগে ১২ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৫৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
সিলেটে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ এর অভিযানে দক্ষিন সুরমার কদমতলীর হোটেল সাগর এন্ড রেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কাজের দায়ে ১২ জনকে গ্রেফতার করেছে।
এসএমপি’র মিডিয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রুজিনা বেগম (৩৮), রুজিনা আক্তার নূপুর (২৬), লতা আক্তার (২৮), খালেদা আক্তার (৩৫), বৃষ্টি বেগম (২৭) ও মরিয়ম বেগম (২২) নামে ৬ জন সহ ১০ জনকে গতকাল ৩ মার্চ আনুমানিক রাত ৯ টায় ডিবি পুলিশ একটি টিম আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে।
অভিযানে মোঃ সাচ্চু মিয়া শান্ত (২৭) ও গোলাম কিবরিয়া (৪৮) নামে হোটেলের দুজন স্টাফ সহ দুলন মালাকার (৩০), সাঈদ হোসেন এলিল (২৪), মোঃ মাশরাফি (২১), মতিউর রহমান (৩৭) নামে ৪ জনকে গ্রেফতার করে।
এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের দক্ষিন সুরমা থানার নন এফআইআর নং- ৩৩/২০২৪, তাং-০৪/০৩/২০২৪, ধারা- সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপদ করা হইয়াছে।