সিলেটে ডিবি’র অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছয়জন নারী-পুরুষ গ্রেফতার
- আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ছয়জন নারী-পুরুষ গ্রেফতার করা হয়েছে।
এসএমপি মিডিয়া সেল সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র দিক-নির্দেশনায় ২২ মে রাত অনুমান ২ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন গোটাটিকর আবাসিক এলাকায় অবস্থিত জামাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে করে ১। মো: সাচ্চু মিয়া @ শান্ত (২৪), সাং- শাহজাহানপুর, থানা: সরাইল, জেলা: বি-বাড়িয়া, ২। খলিল মিয়া (৫৮), সাং-আলীনগর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৩। মোঃ দারা মিয়া @ পায়েল (২২), সাং-শাহজাদাপুর, থানা-সরাইল, জেলা-বি-বাড়িয়া, ৪। মোঃ মাজহারুল ইসলাম (২৯), সাং-বৌলাই, থানা+জেলা-কিশোরগঞ্জ, ৫। রাশেদা আক্তার (২৬), সাং-ভদেশ্বরী, থানা- দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, ৬। সুর্বণা আক্তার (২০), সাং-বেনুয়ারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, সর্ব বর্তমানে জামাল মিয়ার বাসার ভাড়াটিয়া (পিওএম এর বিপরীত পার্শ্বে), দেরকে গ্রেফতার করে।
এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানার মামলা নং-১৮, তারিখ- ২২/০৫/২০২৪ খ্রি. ধারা-মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ (সংশোধনী-২০১৩) এর ১২ মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।