ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামিলীগ সন্ত্রাসের খেলায় মেতেছিল, আমরা মাঠের খেলায় মেতেছি: হাবিব-উন-নবী সোহেল সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলন কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব সফলে মহানগর যুবদলের প্রচারপত্র বিলি কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে-খন্দকার আব্দুল মুক্তাদির সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই: খন্দকার মুক্তাদির অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনের অভিযানে সিলেটে পাঁচজন আটক অনন্য ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ সালাম — গাজী আব্দুল কাদির মুকুল আজ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন সিসিক পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শন করলেন প্রশাসক

সিলেটে চাঁদাবাজির অভিযোগে ৪ শ্রমিক নেতা আটক; সড়ক অবরোধ, মুচলেকায় মুক্তি

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার নেতাকে আটকের প্রেক্ষিতে সিলেট-ঢাকা মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিলে অবরোধ তুলে নেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীরা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয় র‍্যাব। এরপর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এর আগে বিকালে ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, সদস্য জমির আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার আরও দুই নেতাকে আটক করে র‌্যাব। সড়কে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়।

প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেইসঙ্গে শ্রমিক নেতাদের নির্দেশে নগরীর টিলাগড়, মেজরটিলা, সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর সড়ক, সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান গিয়ে বলেন, আটককৃতদের ছেড়ে দিয়ে পরিবহন শ্রমিক ও নেতাদের শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের কারণে বিপাকে পড়ে যান সাধারণ মানুষজন। সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে গেছেন। অবরোধে আটকা পড়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্সও।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি দিলু মিয়া বলেন, কোনও অভিযোগ ছাড়াই আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তাদের অপরাধ কী, কিংবা কেন ধরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি আমাদের। আমরা জেলার প্রতিটি থানা অবরোধের নির্দেশ দেওয়ার পর শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাতে আটককৃত নেতাদের মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে র‌্যাব। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক নেতাদের আটকের কারণ জানতে চাইলে র‍্যাবের-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান সোহেল বলেন, পরিবহন সমিতির নামে যত্রতত্র টাকা আদায় করায় তাদের আটক করা হয়েছিল। তারা টাকা আদায় সম্পর্কিত কোনও নথি দেখাতে পারেনি।

পরবর্তীতে বৈঠকে সমিতির নেতৃবৃন্দ কথা দিয়েছেন, ভবিষ্যতে নিয়ম মেনে নির্ধারিত জায়গায় সমিতির চাঁদা আদায় করা হবে। এই সম্পর্কিত সব নথি যথাযথভাবে হালনাগাদ করা থাকবে। এরই প্রেক্ষিতে আটককৃতদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চাঁদাবাজির অভিযোগে ৪ শ্রমিক নেতা আটক; সড়ক অবরোধ, মুচলেকায় মুক্তি

আপডেট সময় : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার নেতাকে আটকের প্রেক্ষিতে সিলেট-ঢাকা মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিলে অবরোধ তুলে নেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীরা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয় র‍্যাব। এরপর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এর আগে বিকালে ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, সদস্য জমির আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার আরও দুই নেতাকে আটক করে র‌্যাব। সড়কে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়।

প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেইসঙ্গে শ্রমিক নেতাদের নির্দেশে নগরীর টিলাগড়, মেজরটিলা, সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর সড়ক, সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান গিয়ে বলেন, আটককৃতদের ছেড়ে দিয়ে পরিবহন শ্রমিক ও নেতাদের শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের কারণে বিপাকে পড়ে যান সাধারণ মানুষজন। সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে গেছেন। অবরোধে আটকা পড়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্সও।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি দিলু মিয়া বলেন, কোনও অভিযোগ ছাড়াই আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তাদের অপরাধ কী, কিংবা কেন ধরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি আমাদের। আমরা জেলার প্রতিটি থানা অবরোধের নির্দেশ দেওয়ার পর শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাতে আটককৃত নেতাদের মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে র‌্যাব। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক নেতাদের আটকের কারণ জানতে চাইলে র‍্যাবের-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান সোহেল বলেন, পরিবহন সমিতির নামে যত্রতত্র টাকা আদায় করায় তাদের আটক করা হয়েছিল। তারা টাকা আদায় সম্পর্কিত কোনও নথি দেখাতে পারেনি।

পরবর্তীতে বৈঠকে সমিতির নেতৃবৃন্দ কথা দিয়েছেন, ভবিষ্যতে নিয়ম মেনে নির্ধারিত জায়গায় সমিতির চাঁদা আদায় করা হবে। এই সম্পর্কিত সব নথি যথাযথভাবে হালনাগাদ করা থাকবে। এরই প্রেক্ষিতে আটককৃতদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।