সিলেটে আর্মড পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ ১জন আটক
- আপডেট সময় : ১০:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
সিলেটে আর্মড পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেলসহ মোঃ রিয়াদ আহমেদ নামে ১জনকে আটক করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর মিডিয়া সেল থেকে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ এপ্রিল বিকেল আনুমানিক পোনে ৫ টার দিকে বালাগঞ্জের চৌমুহনী কালীবাড়ি বাজারে হাজী নেছাওর আলী মার্কেটের জনপ্রিয় স্যানেটারী এবং ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ মোঃ রিয়াদ আহমেদ (২৩)কে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী রিপন (২৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মিডিয়া সেল সূত্রে আরও জানা যায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি কালো রংয়ের পালসার ১৫০ সিসি। অপরটি নীল রংয়ের পালসার ১৫০ সিসি। গ্রেফতারকৃত মোঃ রিয়াদ আহমেদ (২৩) বালাগঞ্জের বারইগ্রামের আব্দুল জব্বার আলীর ছেলে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা করেন।