সিলেটের হুমায়ূন রশিদ চত্ত্বর থেকে ২৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দু’জন আটক
- আপডেট সময় : ০৭:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পনের লক্ষ আটচল্লিশ হাজার টাকার ভারতীয় চিনি ও একটি ট্রাকসহ দুই জন চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র নির্দেশে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি’২৪ ইং অনুমান রাত ১১:৩০ মিনিটে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্ত্বরস্থ ‘শ্রমিক ড্রাইভার রেষ্টুরেন্ট‘ সামনে অভিযান পরিচালনা করে মো. মিনহাজুল ইসলাম (৩৭), সাং-চানদিজান, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া ও মো. হাসান মিয়া (৩০), সাং- উত্তর সাত শিমুলিয়া, থানা- সদর, জেলা- বগুড়া-দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের সাথে থাকা ২৫৮ বস্তা ভারতীয় চিনি ও পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক গাড়ি জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করে দক্ষির সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি এসএমপি মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।