শিরোনাম ::
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ: দু’জন নিহত
আহমদ নাহিদ
- আপডেট সময় : ১০:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরও চারজন। হতাহত সবাই সিএনজির যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লুভিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবের ছেলে হারুন অর রশিদ (৪৫) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রণধীর সাহার ছেলে লোচন সাহা পার্থ (২৪)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান তথ্য নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকার তাহের মিয়ার ছেলে মোহাম্মদ রিপন মিয়া (২৫) পলাতক রয়েছে।