সাইবার হুমকির অপপ্রচারের প্রেক্ষিতে বিকাশ’র বিজ্ঞপ্তি !
- আপডেট সময় : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা লেনদেনের বিকাশ প্ল্যাটফর্মটি সাইবার হুমকির শিকার হবে এমন তথ্য ছড়িয়ে পড়ে। এতে গ্রাহকরা বিভ্রান্ত হয়। কিন্তু আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায় অর্থ লেনদেনের প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের যেকোনো অপপ্রচার দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন সহ অন্যান্য আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বিকাশ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের অর্থ এবং লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে।
এর আগে, পাঠ্যসূচিতে ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রতিবাদ করায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনায় পুরো দেশসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
এই নিয়ে অনেকেই ব্র্যাকের সকল পণ্যসহ বিকাশ বয়কটের ডাক দেন।