সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেলেন মির্জা আব্বাস
- আপডেট সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
সব মামলায় জামিনের আদেশ হওয়ায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তিনি মুক্তি পান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাস এর আগে, ঢাকার রেলওয়ে থানায় দায়ের করা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের এক মামলায় সোমবার মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
এ দিন বিকালে শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত এ আদেশ দেন। সব মামলায় জামিনের আদেশ হওয়ায় মুক্তি পেলেন মির্জা আব্বাস।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের শহীদবাগের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নেয় মির্জা আব্বাসকে। এর কয়েক ঘণ্টা পর আদালতে হাজির করা হয় তাকে।
মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী জানান, বিদায়ী বছরের ২৮ অক্টোবরের পর আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর আগে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এগারোতম মামলায় তিনি কারাগারে ছিলেন। আজ সেটাতেও আদালত তার জামিন মঞ্জু করেন।