সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন ডাঃ রাবেয়া সিদ্দিকা রাবু
- আপডেট সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।
মঙ্গলবার (৬ থেকে ৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।
সুনামগঞ্জ-১ সিলেট বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোয়ন কিনেছেন ডাঃ রাবেয়া সিদ্দিকা রাবু। তিনি সিলেট মহানগর যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ডাঃ রাবেয়া সিদ্দিকা রাবু নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং বিকাল ৪ টায় জমা দেন।
এসময় তিনি বলেন, পারিবারিক ভাবেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। সিলেট সুনামগঞ্জ নারীদের জন্য দীর্ঘদিন থেকে আমি কাজ করে যাচ্ছি। নিজ এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে সুযোগ দিলে সবাইকে নিয়ে কাজ করবো ইনসাআল্লাহ।