লালাবাজার বিদ্যালয় ও কলেজের ‘রূপকল্প ২০৩০’ প্রণয়নে সুধীজনের মতবিনিময়
- আপডেট সময় : ১১:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘রূপকল্প ২০৩০’ প্রণয়নে সুধীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল হক আবু, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, সাবেক ইউপি সদস্য মোঃ ওয়ারিছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহির আলী, ১নং ওয়ার্ড সদস্য বেলাল মিয়া, প্রবাসী জুয়েল খান, সুমেল খান, সমাজসেবী আব্দুল গফ্ফার, আনছার আহমদ, আব্দুল হক জগলু, সাংবাদিক শফিক আহমদ শফি, সমাজসেবী আজির উদ্দিন, আব্দুল হক, ফজর আলী, বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, আশিকুর রহমান, সীমা রানী দাস, মোস্তফা কামাল প্রমুখ।