শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized
লন্ডনে প্রথম বাংলাদেশী হিসেবে সিলেটি বংশোদ্ভুত হারুন মিয়া ‘অল্ডারম্যান’ উপাধিতে ভূষিত
![](https://powernewsbd24.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রবাস ডেস্ক:
- আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এশিয়া উপহমহাদেশের মধ্যে প্রথম বাংলাদেশী সিলেটি বংশোদ্ভুত হারুন মিয়া ‘অল্ডারম্যান’ উপাধিতে ভূষিত হন।
তিনি যুক্তরাজ্যের ইষ্টবর্ণ বোরো কাউন্সিল নির্বাচনে টানা চার বার ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছর কাউন্সিলর ও ৪ বছর ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
তিনি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের কৃতি সন্তান।
স্হানীয় সূত্রে জানা যায়, হারুন মিয়া দীর্ঘ চার দশক ধরে বাংলাদেশী কমিউনিটি ও মূলধারার কমিউনিটির সেবায় অবদান রাখায় তাকে এই ‘অল্ডারম্যান’ সম্মাননায় ভূষিত করা হয়। গত বুধবার হারুন মিয়ার হাতে ‘অল্ডারম্যান’ উপাধি, সার্টিফিকেট ও মেডেল তুলে দেন ইষ্টবর্ণ এর মেয়র ক্যানডি ভন।