যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিগত আন্দোলন সংগ্রামে শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমেদ জিলুর পরিবারের খোজ খবর নিতে তার গ্রামের বাড়ীতে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী ও গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদুল হাসান রিয়ন।
শুক্রবার (২৪ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জিলুর বাড়িতে যান নেতৃবৃন্দ। এইসময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন। তার একমাত্র অবুঝ শিশু মেয়েকে কোলেতুলে আদর করেন ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার প্রদান করেন। পরে জিলুর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, ফকরুল ইসলাম রুমেল সহ সিলেট জেলা ও মহানগর যুবদল, গোলাপগঞ্জ উপজেলা এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, একদফার আন্দোলনের অংশ হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনকালে দিলু আহমেদ জিলুকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।