যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে সন্তানের সামনে মাকে খুন, মাসুম নামে এক বাংলাদেশি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে সন্তানের সামনে মাকে খুন, মাসুম নামে এক বাংলাদেশি গ্রেপ্তার
যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যাকারী স্বামী হাবিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ।
জানা গেছে, হাবিবুরের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। গত শনিবার দেশটির বাংলাদেশি অধ্যুষিত শহর ব্রাডফোর্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনায় প্রকাশ, পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন কুলসুমা আক্তার শিউলী। এসময় সন্তানের সামনে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে হাবিবুর। হত্যার পর থেকে ওল্ডহামের বাসিন্দা হাবিবুর পলাতক ছিলেন। তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। পরে ব্রাডফোর্ড থেকে ১৮০ মাইল দূরের অ্যালিসবারি থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাসুম ওই শিশুসন্তানের বাবা বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই আক্তার হোসেন।
তিনি জানান, শিউলীর পোস্টমর্টেম শেষে মরদেহ পেলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্বান্ত নেওয়া হবে।