শিরোনাম ::
যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলাইমান নামে এক যুবক নিহত
যশোর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি,
যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলাইমান (৩৫)
নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় জসিম নামের
আরও একজন আহত হন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত সোলাইমান একই এলাকার আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার জসিম নামে এক যুবকের কাছ থেকে চিহ্নিত ছিনতাইকারী জনি ও নিয়ামত আলীর ছেলে আরাফত ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় সোলাইমান জসিমকে সাহায্যে এগিয়ে যান। তখন ছিনতাইকারীরা সোলাইমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সোলাইমান ও জসিমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান বলেন, হত্যাকারী দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।