দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী'র ঈদ শুভেচ্ছা বিনিময়
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামীলীগের প্রাণ: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
- আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামীলীগের প্রাণ: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি ওসমানীনগরে ও টিলাগড়স্থ বাসায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১২ এপ্রিল) বিকাল থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও টিলাগড়স্থ বাসায় ঢল নামে নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের। প্রতিমন্ত্রী হওয়ার পর সিলেটে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করায় ঈদের নামাজের পর থেকেই নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদুল ফিতর একটি মুসলিম ধর্মের বড় উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে তরান্বিত করতে একটা মহল বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ থেকে অপতৎপরতা বিরোদ্ধে সোচ্চার হয়ে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূল মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসি রাশেদুল হক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা ভিপি, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সহ-সভাপতি হারুন মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য নিরঞ্জন ধর।