প্রতিমন্ত্রী শফিক চৌধুরীকে সিলেট ওসমানী বিমানবন্দরে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সংবর্ধনা
- আপডেট সময় : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্য সফর শেষে সিলেট আসায় উষ্ণ সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে সংবর্ধনা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার আওয়ামীলীগ, সিলেট স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল আলাওর আনোয়ার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. শাকির আহমদ শাহিন, সদস্য এ আর সেলিম, এডভোকেট আফসর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুন্না, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ আহমদ মুসা, দৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, দশঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিন মেম্বার, সাধারণ সম্পাদক রুপন মিয়া, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, দয়াময়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরন মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আজির উদ্দিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তুহিন আহমদ, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু মিয়া, মহানগর যুবলীগের সদস্য উবেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না, সাবেক সহ-সম্পাদক ইসতিয়াক চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শরিফ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের, জেলা ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, জাকির নুর চৌধুরী, রিয়াজুল ইসলাম, সামাদ, সাদিক, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবির প্রমুখ।