প্রকাশিত দূর্নীতির সত্যতা নির্ণয় কমিশন (প্রদূসনিক)- আব্দুল করিম কিম
- আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বেনজীর আহমেদ নামের সাবেক আইজিপির বে-নজীর সম্পদ অর্জনের দায় শুধু তাঁর নয়; তাঁকে বড় বড় পদে পদায়ন করা ও নির্বিগ্নে বহাল রাখা মহামান্যদেরও।
উনি যে লুটেপুটে খাচ্ছেন তা বহুমহল জানতো। ফিসফাস আমাদের মত মফস্বলের নাদানের কানেও এসেছে। উনার আরো কিছু দোষের কথাও শুনেছি। সে সব অবশ্য ব্যক্তিগত তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রদান যখন দূর্নীতিতে নিমজ্জ থেকে বে-নজীর সম্পদ অর্জন করে তখন তাঁর অধীনস্থদের কাছে সুনীতি প্রত্যাশার কোন সুযোগ থাকে না।
জাতীয় একটি দৈনিক বেনজীর আহমেদ’কে নিয়ে বে-নজীর প্রতিবেদন প্রকাশিত হলে অন্যরা নড়ে ওঠে।
এক্ষেত্রে নিয়মিত পাঠক ও শুভান্যুধায়ী হিসাবে Prothom Alo ও The Daily Star ~এর ব্যর্থতায় হতাশ হয়েছি। তবে দূর্নীতি দমন কমিশন (দূদক) এর বর্তমান ভূমিকা প্রশংসাযোগ্য হলেও প্রশ্ন থেকে যায়- দূদকের ভূমিকা নিয়ে। এতো কিছু হয়ে গেলো; বেনজীর বে-নজীর দূর্নীতি করলো অথচ দূদক তা দমন করতে পারলো না!’ ‘দূদক’ সে সময় কি করছিল?
দূদক যদি দূর্নীতি সংগঠনকালে তা দমন না করতে পারে তাহলে দূদকের নাম বদলানো উচিত। নাম হওয়া উচিত “প্রকাশিত দূর্নীতির সত্যতা নির্ণয় কমিশন (প্রদূসনিক)।
————
সাধারণ সম্পাদক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেট শাখা।