পুলিশ সুপারকে সিলেট চেম্বারের সংবর্ধনা ও উদ্যোক্তা কর্মশালার সমাপনী অনুষ্ঠান

- আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করায় তাকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অদ্য ০৭ মার্চ ২০২৪ইং, বৃহস্পতিবার বিকাল ০৩:৩০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও এসএমই উদ্যোক্তাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিক দিয়ে গত বছর সিলেট জেলা সারাদেশের মধ্যে ৩য় স্থান পেয়েছে। এটি আমাদের সিলেটের পুলিশ বাহিনীর জন্য গর্বের।
তিনি পিপিএম-সেবা পদক প্রাপ্তি উপলক্ষে তাকে সর্বপ্রথম সম্মাননা প্রদানের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রশংসা করেন।
তিনি বলেন, বর্তমানে অনেক কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোটখাটো ব্যবসায় জড়িত হয়ে নিজেদের খরচ নিজেরাই চালিয়ে নিচ্ছে। এই দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশ বিভাগের চাকুরীর জেলাভিত্তিক আবেদনের সংখ্যা বিবেচনায় দেখা গেছে সিলেটের তরুণ সমাজের চাকুরীর ইচ্ছা কম। তারা ব্যবসা, বিদেশ যাত্রা বা অন্যান্য কর্মসংস্থানের প্রতি বেশী আগ্রহী।
তিনি বলেন, বর্তমানে এসএমই খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। তিনি তরুণ সমাজকে এই সুযোগ গ্রহণের আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ দায়িত্ব ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন-কে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও তার দায়িত্বকালীন সময়ে এবং আসন্ন পবিত্র রমজান মাসে সিলেটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা অটুট থাকবে।
তিনি ঐতিহাসিক ৭ই মার্চের স্মৃতিচারণ করে বলেন, আজকের এই দিনেই বঙ্গবন্ধুর ডাকে সমগ্র বাঙালি জাতি মুক্তির জন্য একত্রিত হয়েছিল। সেই মুক্তির ধারাকে অব্যাহত রাখতে দেশকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে হবে।
তিনি এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট চেম্বারের নবনির্বাচিত সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক আলীমুল এহছান চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক আফরোজা নাজনীন সুমি, প্রশিক্ষণার্থী তাহমিনা রহমান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৩ জন এসএমই উদ্যোক্তাদের সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক পরিচালক আব্দুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শফিক মোল্লা প্রমুখ।