নোয়াখালীতে বাবার দাফন সম্পন্নের পর ছেলে মাসুদ’র মৃত্যু !
- আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজা ও দাফন করার ৬ ঘণ্টা পরে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আনার উল্যাহর ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা আনার উল্যাহ দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর তার লিভারও অকেজো হয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরও জানান, বাবার দাফন শেষ হওয়ার পর আমার বড় ভাই মাসুদ রানার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়। মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।
মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। বাবাকে দাফন করার পর ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।