নেতাকর্মীদের মুক্তির দাবীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১১:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রাজিব আহসান ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কাউছার হোসেন রকির মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়।
মিছিলটি সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, আজিজ খান সজিব, সদস্য মিছবাহ আহমদ জেহিন, মেহেদি হাসান সপু, শফিকুল ইসলাম, বিমল দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল ওয়াদুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, গোলাম মোস্তফা, নুরুল হক মাসুম, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সোবহান আজাদ, মো. সালাউদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, অভিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য কওসার হোসেন রকি সহ সকল রাজবন্দীদের শর্তহীন মুক্তি দিতে হবে। অন্যতায় যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বয়োবৃদ্ধ অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছে। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তদুপরি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে বেগম খালেদাজিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।