শিরোনাম ::
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু; ৮ বৎসরের মেয়ে লাইফ সাপোর্টে
প্রবাস ডেস্ক:
- আপডেট সময় : ০৩:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তাদের ৮ বছরের সন্তান রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে, তার অবস্হাও আশংকাজনক।
নিউইয়র্ক প্রবাসী হাফিজ আহম্মেদের দেশের বাড়ি গাজীপুর আর স্ত্রীর দেশের বাড়ি বরিশাল।
স্হানীয় সময় রাত ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। হাফিজ আহম্মেদ স্ত্রী এবং তাদের ৮ বছরের মেয়ে রাইদাকে নিয়ে নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। তাদের ১৮ বছরের ছেলে আছে, তার নাম ইছাম। ইছাম বাবা-মা ও একমাত্র ছোট বোন রাইদাকে হারিয়ে শোকে স্তব্ধ। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
তাদের এ মৃত্যু সংবাদ প্রবাসী সিনিয়র সাংবাদিক মেহেদি কাবুল তাঁর ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টে নিশ্চিত করেছেন।