শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক নারীর (২২) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে এ নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় অনেকটা পচে গেছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, সাবেক প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা বস্তা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা বস্তাটি খুললে একটি নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।