নরসিংদী জেলায় মানব পাচারকারী চক্রের তালিকাভুক্ত দুইজন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
৭এপিবিএন এর অভিযানে নরসিংদী জেলায় মানব পাচারকারী চক্রের তালিকাভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, ৭এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে অতিঃ পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম আল মামুন নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল ২৪ মার্চ রবিবার সকাল সাড়ে ৭ টায় নরসিংদী জেলার বেলাব থানার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে মানব পাচারের তালিকাভুক্ত আসামী পলাশ চন্দ্র বিশ্বাস (৩৪) এবং অমৃত চন্দ্র বিশ্বাস (৫০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: পলাশ চন্দ্র বিশ্বাস (৩৪) ও অমৃত চন্দ্র বিশ্বাস (৫০), এর পিতা- মৃতঃ সুবল চন্দ্র দাস, উভয় সাং- খালিয়া কান্দি, থানা-বেলাবো, জেলাঃ- নরসিংদী।
গ্রেফতারকৃত পাচারকারীদের বেলাবো থানা নরসিংদী হস্তান্তর করা হয়েছে এবং থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।