নবনির্বাচিত সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে যুবদলের অভিনন্দন
- আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।
শনিবার (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।