তাহফিদা রাকেব ফাউন্ডেশনের উদ্যোগে ব্রিটিশ ও ইউরোপের ডাক্তার দারা বিনা মূল্যে চিকিৎসা প্রদান
- আপডেট সময় : ১২:২৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
তাহফিদা রাকেব ফাউন্ডেশন মেগা প্রকল্পের আওতায় ৫২ জন ব্রিটিশ ও ইউরোপ এর ডাক্তার দারা বিনা মূল্যে মেডিকেল মানবিক প্রয়াস নিয়ে এখন সিলেটে। দেশব্যাপী গ্রামীণ স্বাস্থ্যনিবেশ নামে পরিচালিত হয় এ ফান্ডেশন । এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিতদের বেশ কিছু জটিল রোগের চিকিৎসা ও ওষুধ সহায়তা প্রদান করে তাহফিদা রাকেব ফাউন্ডেশন । এতে সাধারণ মানুষেরা দীর্ঘ মেয়াদে উপকৃত হবে বলেই তাহফিদা রাকেব ফাউন্ডেশন এর চেয়ারম্যানের আত্মবিশ্বাস। ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে ।
সিলেটের ওসমানী মেডিকেল তাফিদা রাকেব ফাউন্ডেশন এর এর উদ্যোগে ৫২ জন ব্রিটিশ ডাক্তার এর বিনা মূল্যে ফ্রী চিকিৎসার আয়োজন করেছে সিলেট ওসমানী মেডিকেল । মঙ্গলবার সকাল ৮ টায় থেকে দিনব্যাপী এই
এ বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পের সেবা গুলোর মধ্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিকস চিকিৎসা, শিশুরোগের ব্যবস্থাপত্র, বিভিন্ন স্ত্রীরোগের চিকিৎসা, বাত ও হাড় সংক্রান্ত চিকিৎসা,ইমার্জেন্সি মেডিসিন,নিউরোফিজি ও থেরাপি,
অর্থোপেডিক পেডিয়াট্রিক কেয়ার,ইএনটি, পুনর্বাসন শ্বাসযন্ত্রের ইউরোলজি প্রায় তিন হাজার হাজারের অধিক রুগীকে ওসমানী হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তী পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা উল্লেখযোগ্য। এর আগে ২৬ শে ফেব্রুয়ারি সোমবার ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন ব্রিটিশ ও ইউরোপ এর বিভিন্ন দেশে ডাক্তারা। তাদের কে স্বাগত জানাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাহফিদা রাকেব ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম,জাকির হোসেন চৌধুরী, মোঃ মমিন , আবুল হুসেইন,সাবেক কাউন্সিলর হেনা চৌধুরী, সেলিম ওয়াজেদ চৌধুরী,বেলায়েত লিমন,মোঃ সালিক মিয়া, মোঃ আদিল মিয়া, প্রমুখ।