শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে সিলেটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় দায়ে চারজন গ্রেফতার
মোহাম্মদ শাহজাহান আহমদ
- আপডেট সময় : ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ ফেব্রুয়ারি’২০২৪ অনুমান রাত ২.৩০ মিনিটে দক্ষিন সুরমা থানাধীন কদমতলীর কয়েস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, অভিযানে হোটেলের দুইজন স্টাফ মোঃ সাহাব উদ্দিন সাজু (৩১) ও মোঃ নয়ন মিয়া (২৮) করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে। তাদের সাথে দক্ষিন সুরমার কদমতলীস্হ আবাসিক হোটেল কয়েস থেকে পপি গুপ্ত (৩০) ও ঝুমা বেগম (২৭) নামে দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সূত্রে আরও জানা যায়, দক্ষিন সুরমা থানার নন এফআইআর নং-৩০/২০২৪, তাং-২৮/০২/২০২৪, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় গ্রেফতারকৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।