ডিবির অভিযানে সিলেটে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একশত ষোল পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
গত ৪ মার্চ’২৪ অনুমান রাত ১১টায় মহানগর গোয়েন্দা বিভাগের টহল টিম (১) টহল ও মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার বান্দের নিচে কদমতলীর জুই রেস্ট হাউস (আবাসিক) এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে একশত ষোল পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এসএমপি মিডিয়া ইনচার্জ এডিসি মো: সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন ধৃত আসামীরা হলো: মোঃ সানু মিয়া ওরফে জানু মিয়া (৫৬), পিতা-মৃত আকদ্দছ আলী, তার বাড়ী বিয়ানীবাজারের বালিঙ্গায়, বর্তমানে সে শাহজালাল উপশহরে থাকে। আরেক আসামী জুনেদ আহমদ (২০) পিতা-মৃত লোকমান মিয়া, সে গোলাপগঞ্জের কোনাগাঁওয়ের বাসিন্দা। আরেকজন আসামী আনোয়ার হোসেন (৩৪), পিতা-মৃত আব্দুল গণি, সে বিশ্বনাথের আমতৈলের, বর্তমানে মিরাপাড়ায় থাকে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এনে সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।