শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-গড়েয়া সড়কে ট্রাকের নীচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ।
সোমবার (১৩ মে) বিকালে গড়েয়া সড়কের পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড থেকে একটি ট্রাক গড়েয়ার দিকে যাচ্ছিল এমন সময় পুলিশ লাইনের সামনে এসে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেল র্আরোহীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ বলেন ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।