ঝিনাইদহ সদরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে ইজিবাইক চালক নিহত; ৪ যাত্রী আহত
- আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার পাঁচ মাইল নামক স্থানে পূর্বাশা পরিবহন বাস-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত ও ইজিবাইকে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঝিনাইদহের পাঁচ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত ট্রিপ অনুযায়ী ইজিবাইকটি ঝিনাইদহ শহর থেকে থেকে হাটগোপালপুরে যাচ্ছিল। এ সময় পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহনের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয় ও ৪জন আহত হয়। আহতদেরকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তানান্তর করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ইজিবাইক চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তানন্তর করা হবে।