শিরোনাম ::
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
তারেক আহমদ খান
- আপডেট সময় : ০৯:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (২১এপ্রিল) এক অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ কমিটির সভাপতি মো. মঈনুল মুরছালীন রুহেল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বিরসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির মাধ্যমে তৃনমূল পর্যায়ে অনলাইন সাংবাদিকতার বিকাশ এবং ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। জৈন্তাপুরে সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।
তারা আরও বলেন, নতুন কমিটি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।