জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি
- আপডেট সময় : ০২:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে শহীদ করেছে ঠিকই। কিন্তু তারা জিয়ার রাজনৈতিক দর্শন ও আদর্শকে হত্যা করতে পারেনি। আওয়ামী বাকশালী শাসনে শহীদ জিয়া প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজ ধ্বংস, ক্ষত-বিক্ষত। বন্দুকের নল ও গায়ের জোরে সরকার গদি দখলে রেখেছে। ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নেয়ার জন্য বাকশালী আওয়ামী সরকারকে অবশ্যই জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি বুধবার রাতে নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরমধ্যে আগামী ৩০ মে (বৃহস্পতিবার) দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিকেল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসময় হল প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হবে। ৩১ মে (শুক্রবার) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, রেজাউল করিম নাচন, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর বিএনপির ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্য থেকে মোঃ সাদিকুর রহমান সাদিক, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ওয়ার্ড সভাপতিদের মধ্যে শুয়াইব আহমদ সোয়েব, মোঃ লুৎফুর রহমান মোহন, আব্দুল মুমিন, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, তারেক আহমদ খান, সালেহ আহমদ গেদা, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, মিজান আহমদ, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন মোঃ পংকি, আব্দুল মুনিম, সেলিম আহমদ সেলু, আলী আহসান, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে ফয়েজ উদ্দিন মুরাদ, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাব্বির আহমদ, মামুন ইবনে রাজ্জাক রাসেল, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ লোকমানুজ্জামান, আব্দুল মালিক সেকু, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুস সবুর রাসেল, রুবেল বক্স, মিনহাজ পাঠান, এএসএম সায়েম, মোঃ সুলেমান হোসেন সুমন, জমজম বাদশা, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আব্দুল মুমিন, মোঃ ছালেক আহমদ, আকবর হোসেন কয়সর, মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম লিমন, ফরহাদ আহমদ, আব্দুর রহিম, মঈন খান, ইফতেখার আহমেদ পাবেল, আবুল হোসেন, ফয়েজ আহমদ শিপু ও সাইফুল আলম প্রমুখ।