ছাত্রদল নেতা নাজিমসহ ১০ জনের উপর হামলা
- আপডেট সময় : ১১:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে টিলাগড় ছাত্রদল ইউনিটের মিটিংয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে। ঘটনাটি ২০২০ সালের ৮ই জুলাই বুধবার বেলা ১২ টার সময় ঘটে।
আহত ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মূলত গত ৫ই জুলাই করোনা মহামারীতে খাবার বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে চৌহাট্টা পয়েন্টে ছাত্রদল নেতাকর্মীরা পথশিশু ও হতদরিদ্রদের মাঝে খাবার ও পানি বিতরণের সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রোগ্রামটি বন্ধ করে দেয়। এ সময় উপস্থিত চৌহাট্টা ছাত্রদল ইউনিটের সিনিয়র সদস্য আবার ফুয়াদ সাম্য ও ছাত্রদল নেতা নাজিমকে হুমকি দেওয়া হয় প্রোগ্রাম না করতে।
সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে গতকাল পুনরায় প্রোগ্রামের প্রস্তুতি নিতে ছাত্রদলের পক্ষ থেকে টিলাগড় ইউনিটের মিটিং ডাকা হয়। এতে হঠাৎ ছাত্রলীগের নেতা-কর্মীরা আক্রমণ চালায় এবং উপস্থিত ছাত্রদল নেতাদের দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা মারধর করে।
হামলায় আহতদের মধ্যে ছাত্রদল নেতা নাজিম আহমদ পায়ে গুরুতর আঘাত পায়, পলাশ ও নাহিন হাতে এবং মুমিন মাথায় আঘাত পায়।