শিরোনাম ::
গাজীপুরে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড; দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
গাজীপুরের পিরোজ আলী এলাকার ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার (২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার পিরোজআলী এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর থেকে মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ছড়িয়ে পড়ায় শ্রীপুর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে চার ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, পানির সংকট ও ঝুটের গোডাউন হাওয়ায় আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি গোডাউনের বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।