শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized
গাজায় ইসরাইলি হামলা
গাজায় আবারও ইসরাইলি হামলা; একদিনে ১৭০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
- আপডেট সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৬২০ জনে।
দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের অবস্থা করূণ ও অসহনীয় হয়ে উঠেছে বলে জানিয়েছে সেখানকার এক চিকিৎসক। এর মধ্যেই সাত দিন ধরে গাজা উপত্যকায় সব ধরণের টেলিযোগাযোগ বন্ধ করে রেখেছে তেল আবিব।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করেছে। গাজায় সংঘাত শেষ হলেও ইসরাইল আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নয় বলেও জানিয়েছে নেতানিয়াহু।