শিরোনাম ::
খাগড়াছড়িতে আর্মড পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ব্যাটালিয়ানের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রাপ্ত মোস্তফা হারুন ও সহকারী পুলিশ সুপার শেখ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই রফিকুল আলম সঙ্গীয় ফোর্স খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ১০নং মাটিরাঙ্গা নতুন পাড়া, ফার্নিচার দোকানের সামনে গত ২৩ মার্চ দুপুর সোয়া ২ টার সময় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি শালবন গরুগাড়ী টিলার হযরত আলীকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।