ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সিলেটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভ্যাট বাড়লে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি ! ৫ আগস্টের পূর্বে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদেরকে সম্মানজনক জায়গায় রাখতে হবে- কাইয়ুম চৌধুরী ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মহানগর বিএনপির অভিনন্দন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে বিএনপি : ইমদাদ চৌধুরী নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে –জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সিলেটের ব্যবসায়ী সংগঠনের অভিনন্দন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল, সম্পাদক রায়হান নির্বাচিত

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ডা. তাহসিনের নাম ঘোষণা !

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামীলীগের সমর্থন পেয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর বড় মেয়ে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

জানা গেছে, নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় অংশ নেয় মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কমিটির নেতাকর্মীরা। রাতে বর্ধিত সভা শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার মেয়র প্রার্থী হিসেবে ডা. তাহসিন বাহার সূচনার নাম ঘোষণা করেন।

এ সময় তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামীলীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন, তারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে, তাই আমি বিশ্বাস করি সে আমার মতই সততা ও নিষ্ঠার সঙ্গে কুমিল্লাবাসীর জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে কারণ সবার সমর্থন তার সঙ্গে আছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © পাওয়ার নিউজ বিডি ২৪
কারিগরি সহযোগিতায়ঃ WEB DESIGN BD

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ডা. তাহসিনের নাম ঘোষণা !

আপডেট সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামীলীগের সমর্থন পেয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর বড় মেয়ে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

জানা গেছে, নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় অংশ নেয় মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কমিটির নেতাকর্মীরা। রাতে বর্ধিত সভা শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার মেয়র প্রার্থী হিসেবে ডা. তাহসিন বাহার সূচনার নাম ঘোষণা করেন।

এ সময় তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামীলীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন, তারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে, তাই আমি বিশ্বাস করি সে আমার মতই সততা ও নিষ্ঠার সঙ্গে কুমিল্লাবাসীর জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে কারণ সবার সমর্থন তার সঙ্গে আছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।