শিরোনাম ::
কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে ৮ মাসের শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে ৮ মাস বয়সী রাজা সাহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ১৭ এপ্রিল দুপুরে কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়া এলাকার রামায়ণ সাহার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। রাজা সাহা পশ্চিমপাড়া মহল্লার রায়মন সাহা বাড়ির সুজন সাহা বংশির একমাত্র ছেলে।
মৃত শিশুর চাচী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। খাবার খাওয়ানোর একপর্যায়ে গলায় খিচুড়ি আটকে যায়। এসময় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঈসা খান জানান, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।
তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন