এপিবিএন এর পৃথক দুটি অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক
- আপডেট সময় : ০২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
সপ্তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট’র (এপিবিএন) পৃথক দুটি অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জন মোটরসাইকেল চোরাকারবারিকে আটক করা হয়েছে।
ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে গতকাল ৫ ফেব্রুয়ারি’২৪ রবিবার আনুমানিক বিকাল ৫ টা এবং রাত ৮.৩৫ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ট্রোল প্লাজার দক্ষিণ পাশ এবং সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন পৌরসভাস্থ মেডি এইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টার এর সামনে থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মোটরসাইকেলগুলো হলো কালো রংয়ের ইয়ামায়া ১৫০ সিসি এবং লাল কালো রংয়ের পালসার ১৫০ সিসি। ১ম ঘটনায় গ্রেফতারকৃত আসামী রুমেল আহম্মদ (২২) এবং ২য় ঘটনায় গ্রেফতারকৃত আসামী আরিয়ান আহম্মদ মাজিদ (২৬)।
দুটি ঘটনায় এস আই ওমর ফারুক ওসমানীনগর থানায় এবং এস আই মোঃ আবুল বাশার বাদী হয়ে বিশ্বনাথ থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।