এতিমদের সাথে ইফতার করলেন সিলেটের পুলিশ কমিশনার মো: জাকির

- আপডেট সময় : ০২:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানা মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করলেন সিলেটের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম।
গতকাল ২০ মার্চ বুধবার দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানা মাদ্রাসায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অত্র মাদ্রাসার অধ্যক্ষ, এতিমখানার ছাত্রবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।