ইলেকট্রনিক্স মিডিয়াকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় : আনোয়ারুজ্জামান চৌধুরী
- আপডেট সময় : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১১ বছরের পথচলায় এশিয়ান টেলিভিশন দেশ ও জাতির গন্ডি পেরিয়েও বহির্বিশ্বে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে। ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেইসব ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে যে প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে এশিয়ান টেলিভিশন নিজের অবস্থান সুসংহত করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এশিয়ান টেলিভিশন সিলেট-এর ব্যুরো প্রধান সুবাস দাসের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় মেয়র আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে এশিয়ান টেলিভিশন সংবাদ প্রকাশ ও সংবাদ বিশ্লেষণের কাজ করে আসছে। দেশ ও জাতির প্রতি দায়বোধ থেকেই কাজ করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। আমি এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) রফিকুল ইসলাম রফিক, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার গোলাম মোস্তফা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদ, বাংলা প্রেসক্লাব (মিশিগান)’র সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বাংলাভিশন’র সিলেট বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী, সিলেট ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শংকর দাস, এস এ টিভি’র সিলেট বিভাগীয় প্রধান আবু তাহের চৌধুরী, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমদ, আটাব সিলেট জোন’র সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সিলেট ভিউ’র প্রধান প্রতিবেদক রেজাউল হক ডালিম, দৈনিক জৈন্তা বার্তা’র চীফ রিপোর্টার আবুল হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি হারুনুর রশিদ চিশতী, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সাংবাদিক জহির রায়হান, এশিয়ান টিভি’র ক্যামেরাপার্সন আফজালুর রহমান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফুল হাসান মারুফ, গোয়াইনঘাট উপজেলা তাঁতীলীগের সভাপতি দিপক দাস নান্টু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা সোহান দে, মাই টিভি গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমদ, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক আজকের পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, চ্যানেল এস-এর ক্যামেরাপার্সন সালমান শাহ, সাংবাদিক মোঃ আলমগীর আলম,রকিব আলী, খোকন ইসলাম, নজরুল ইসলাম, জানে আলম, সেলিম আহমদ, নুর আলম, দেলোয়ার হোসেন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. ইসা তালুকদার।