ইমজাকে দুই শতাধিক বই উপহার দিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
- আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
সিলেটের টিভি সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের পাঠাগারের জন্য দুই শতাধিক বই উপহার দিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইমজা কার্যালয়ে এ বই হস্তান্তর করা হয়।
এ সময় ইমজা সাধারণ সম্পাদক শ্যামন্যান্দ শ্যামলের কাছে তিনি বইগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সভাপতি ময়নুল হক বুলবুল, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য চয়ন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধক্ষ্য আনিস রহমান, ইমজা সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক গোলজার আহমদ, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মজিদ আহমদ, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার অমিতা সিংহা, ইমজার সহ-সাধারণ সম্পাদক নাবিল হোসেন, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট অনিল পাল।